Wellcome to National Portal
Main Comtent Skiped

How to go

ট্রেন যোগেঃ

ঢাকা থেকে মাত্র ১০৯.৯ কিঃমিঃ দূরে অবস্থিত ফুলবাড়ীয়া উপজেলা। ট্রেনে আসতে হলে ময়মনসিংহ স্টেশনে এসে নামতে হবে । কমলাপুর স্টেশন থেকে অগ্নিবীনা, যমুনা আন্তঃনগর, ব্রহ্মপুত্র এক্সপেস,মোহনগঞ্জ এক্সপ্রেস,বলাকা, মহুয়া ও কমিউটার ট্রেনে সরাসরি ময়মনসিংহ জেলায় আসা যায়।  এরপর স্টেশন হতে অটো/ রিক্সা যোগে ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল এর পাশে পুরাতন ফুলবাড়ীয়া বাসস্টেন্ড থেকে সিএনজি করে ফুলবাড়ীয়া আসা যায়।

 

বাস/সিএনজি যোগেঃ

ঢাকা থেকে সরাসরি আলম এশিয়া পরিবহনে ফুলবাড়ীয়া আসা যায় ।

অথবা ঢাকা হতে এনা পরিবহনে ময়মনসিংহের ঢাকা বাইপাস মোড়ে নেমে সেখান থেকে সিএনজিতে ফুলবাড়ীয়া আসা যায়।

মেইন রোডের সাথেই উপজেলা পরিষদ । উপজেলা পরিষদের উত্তর পাশে অবস্থিত পূর্বপাশের ২তলা ভবনের ২য় তলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয় অবিস্থত।